• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

খালের মাঝখানে টয়লেটের ট্যাংকি!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মে ২০২১  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া খালের মাঝখানে এক প্রভাবশালী ব্যক্তি টয়লেটের ট্যাংকি নির্মাণ শুরু করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে  ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাহাদিয়া গ্রামের মৃত হায়েত আলী খানের পুত্র নাসির উদ্দিন বাড়ির উত্তর পাশে খালের মাঝখানে বড় আকারের টয়লেটের ট্যাংকি নির্মাণ করছেন। নাসির উদ্দিন প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

প্রতিবেশি আলতাব খান বলেন, খালের মাঝখানে টয়লেটের ট্যাংকি নির্মাণ অযৌক্তিক। এতে দূষণের কবলে পড়বে পুরো এলাকা। ওই এলাকার রুবিয়া খাতুন বলেন, এ খালের পানি আমরা গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার করি। এছাড়া খালটি থেকে আমরা প্রতিবছর মাছ ধরে খাই। টয়লেটের ট্যাংকিটি নির্মাণ করা হলে পানি দূষণের কারণে গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহারতো দুরের কথা এলাকায় বসবাস করা দায় হয়ে পড়বে। 

 স্থানীয় আনোয়ার, সিরাজ ভান্ডারী, ফরিদ, মঞ্জুর আলী ও জিন্নত খানসহ এলাকাবাসী খালের মাঝখানে টয়লেটের ট্যাংকি নির্মাণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ট্যাংকি নির্মাণকারী নাসির উদ্দিন বলেন, খাল হলেও আমার রেকর্ডীয় জমির মধ্যে ট্যাংকি নির্মাণ করছি। টয়লেটের ময়লা আবর্জনা যাতে বের না হয় সেজন্য ঢাকনা দিয়ে আটকে দেয়া হবে।

জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।