• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ২৯ হাজারে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। রবিবার (১৯ জুন) ভোর ৬টার দিকে মুনতাজ বিশ্বাস হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, ‘রবিবার সকালে দৌলতদিয়া হালিম সরদারের আড়ত থেকে নিলামে সাড়ে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি ১৩শ’ টাকা প্রতি কেজি দরে ২৯ হাজার ২৫০ টাকায় কিনি। পরে মাছটি ৬নং ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি।’ প্রতি কেজিতে দেড় থেকে ২শ’ টাকা লাভে মাছটি বিক্রি করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।