• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে ৪টি ইটভাটাকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

অগ্রহণযোগ্য স্থান ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা স্থাপন এবং পরিচালনার দায়ে ঢাকা জেলার ধামরাই উপজেলার চারটি ইটভাটাকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

গতকাল বুধবার ( ২৩ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের ঢাকা মনিটরিং অ্যান্ড  এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়

ইটভাটাগুলো হলো— মেসার্স দিপ্তী সেমি সজল ব্রিকস, মেসার্স মামুন ব্রিকস, মেসার্স এমবিএম ব্রিকস ও মেসার্স মা ব্রিকস অ্যান্ড কোম্পানি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৮ অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য না হওয়া এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার জন্য ইটভাটাগুলোকে জরিমানা করা হয়

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে

মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী (কামাল) অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন ধামরাই থানা পুলিশ