• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জ সদরে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আক্তার তাদের এ দণ্ড দেন

দণ্ডপ্রাপ্ত মাদকব্যবসায়ীরা হচেছন সদর উপজেলার উড়িয়াজানি এলাকার বাদশা মিয়ার ছেলে হায়দার আলী (২২) ও পশ্চিম দাশড়া এলাকার মৃত. আফসার আলীর পুত্র আল আমিন হোসেন (৩৮)

মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ আল আমিন ও হায়দারকে আটক করা হয়

এ সময় তাদের কাছ থেকে দুই গ্রাম করে মোট ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয় পরে আটক এ দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন

অপরদিকে শহরের বেউথা এলাকায় আরেকটি অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ মোজাফফর মিয়ার পুত্র মো. রাসেল মিয়াকে আটক করা হয়েছে রাসেলের নামে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইনচার্জ সাইফুল ইসলাম