• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কালিয়াকৈর সাবরেজিস্ট্রি অফিসে নথি তছনছ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে নথিপত্র তছনছের ঘটনা ঘটেছে। তবে এটি চুরির ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় দলিল লেখকরা। গুরুত্বপূর্ণ নথি গায়েব করতে সাবরেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কোনো নথি চুরি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাবরেজিস্ট্রার খোন্দকার গোলাম কবির জানান, বৃহস্পতিবার সকালে নৈশপ্রহরী আইয়ুব খান অফিসের তালা ভাঙা দেখতে পেয়ে তাকে জানান। অফিসে গিয়ে তিনি দেখেন প্রধান দরজার তিনটি তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন রেকর্ড রুমের দুটি আলমারির তালা ও একটি টেবিলের তালা ভাঙা। পুরো অফিসে দলিল ও গুরুত্বপূর্ণ ফাইল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সরকারি কোনো অর্থ বা রেকর্ডপত্র খোয়া গেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, কালিয়াকৈর সাবরেজিস্ট্রার অফিস থেকে গড়ে প্রতি মাসে পাঁচ কোটি টাকার সরকারি রাজস্ব আদায় হয়। গুরুত্বপূর্ণ কোনো নথি নষ্ট বা চুরি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।