• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

জাবি সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রকাশে দীর্ঘসূত্রতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ কার্যনিবার্হী পরিষদ সিন্ডিকেট সভায় পাস হওয়া সিদ্ধান্ত প্রকাশে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রতা ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে থাকছে দিনের পর দিন এ ছাড়া সিন্ডিকেটে পাশ হওয়া আইন বাস্তবায়নে ব্যর্থতাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন খামখেয়ালী আচারণে ‘দায়িত্ব অবহেলার’ অভিযোগ তুলেছেন অনেকে

খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ নভেম্বর সিন্ডিকেটের ৩০৩ তম সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ উক্ত অফিস আদেশে স্বাক্ষর করেন ডিসেম্বর মাসের ৪ তারিখে কিন্তু ৭ নভেম্বরে সিন্ডিকেট সভায় নেয়া সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয় জানুয়ারি মাসের ২১ তারিখে অর্থাৎ সিন্ডিকেটে পাশ হওয়া সিদ্ধান্ত প্রকাশে সময় লাগে দীর্ঘ ৭৫ দিন

এ ছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও সে সিদ্ধান্ত না মেনে শিক্ষকদের পূর্ব নির্ধারিত বেতন ভাতার ৫০ শতাংশ বিশ্ববিদ্যালয় খাত থেকে প্রদান করা হচ্ছে বলে জানা যায় ফলে সিন্ডিকেটের আইন অমান্য করার অভিযোগ উঠেছে স্বয়ং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় বহিরাগত যুগলকে মারধর ও ছিনতাইয়ের এক ঘটনায় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক সাংবাদিক ও তার বান্ধবীকে মারধর করে অন্তত ৮-৯ জন ছাত্রলীগ কর্মী পরবর্তীতে ৩১ অক্টোবর শৃঙ্খলা কমিটির সুপারিশের প্রেক্ষিতে ৭ নভেম্বর সিন্ডিকেটের ৩০৩ তম সভায় চার ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয় কিন্তু ৭ তারিখের সিন্ডিকেট সভা চার ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করলেও তার নোটিশ জারি করতে গড়িমসি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ তারিখের সিন্ডিকেটের বহিষ্কারাদেশের অফিস আদেশ প্রকাশ করে ২৬ তারিখে

এর মধ্যে ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে উপরে উল্লিখিত চারজনের মধ্য তিনজনকে পাকড়াও করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় ২৬ নভেম্বর শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের মধ্যে পূর্বের ৩ জনকে আজীবন বহিষ্কারাদেশের সুপারিশ করে একইদিন সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভায় বহিষ্কারের সুপারিশটি পাশ করে কিন্তু আজীবন বহিষ্কারাদেশের নোটিশ জারি করার পরিবর্তে একইদিন (২৬ নভেম্বর) পূর্বের সাময়িক বহিষ্কারাদেশের নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন

এ ব্যাপারে কথা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘বিশ্বদ্যিালয়ের সিন্ডিকেট সভার কোনো সিদ্ধান্ত প্রকাশ হতে এত সময় লাগার কথা না কিন্তু কেন দেরি হয় সেটা রেজিস্ট্রার শাখা বলতে পারবে গুরুত্বপূর্ণ বিষয়ে এভাবে দেরি করা ঠিক নয় তবে যদি দেরি করার কারণ অন্য কোন পক্ষকে সুবিধা দেয়ার জন্য হয়ে থাকে তবে বিষয়টা খতিয়ে দেখার জন্য রেজিস্ট্রারকে অনুরোধ করেছি শুনলাম রেজিস্ট্রার শোকজ লেটার দিয়েছে তবে এ ব্যাপারে বিস্তারিত রেজিস্ট্রার বলতে পারবে

এ ব্যাপারে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি