• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শসায় ভাগ্য বদল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরের চঙ্গশিমুলিয়া গ্রামের মুন্নাফ খান বিএ পাশ করেছেন দীর্ঘদিন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করেও পাননি সেই সোনার হরিণ অনেকটা নিরুপায় হয়েই বেছে নেন কৃষিকাজ

আধুনিক চিন্তাধারা আর যুগপযোগী কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে প্রথম বছরেই তিনি লাভের মুখ দেখেন এতে তার সংসারে এসেছে স্বচ্ছলতা এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তিনি এখন এক সফল কৃষক নিজের দুই বিঘা ও অন্যের তিন বিঘা জমি বর্গা নিয়ে শসার চাষ করছেন প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন

মুন্নাফ বলেন, বীজ, সার, কীটনাশক আর পরিচর্যার মজুরি মিলিয়ে খরচ পড়েছে আড়াই লক্ষাধিক টাকা বীজ লাগানোর দেড় মাসের মধ্যেই হাইব্রীড (অল রাউন্ডার-২) প্রজাতির শসা গাছে ফলন ধরে কার্তিক থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত শসা বিক্রি করে লাভ হবে পাঁচ লাখের ওপরে উৎপাদিত শসা মানিকগঞ্জ আড়তসহ ঢাকার কারওয়ান বাজার আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে পাইকারী বিক্রি করেন

তবে কিছুটা অভিযোগের সুরে মুন্নাফ বলেন, বীজ লাগানো থেকে বিক্রি পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা শসা ক্ষেত পরিদর্শনে আসেননি বালাই দমনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ঘন কুয়াশা ও সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে শসার ডগায় ও জালিতে পঁচন ধরে ফলন ক্ষতিগ্রস্থ হয়

পাশের ৮০ শতাংশ জমিতে শসা চাষ করেছেন কৃষক গোপাল ও দীলিপ সরকার তারাও বাম্পার ফলনে বেশ লাভবান দীলিপ সরকার বলেন, সরকারি পর্যায়ে কৃষি ঋণ ও কৃষি কর্মকর্তারা পরামর্শ প্রদান করেন তাহলে শসা চাষে আরো অনেকেই এগিয়ে আসবে ফলনও বৃদ্ধি পাবে

ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন বলেন, মুন্নাফের সফলতায় এলাকার অনেক চাষি শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন শশা চাষে তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্যান্য শস্য ফলনেও কাজে লাগবে