• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

জাবি ও দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির সমঝোতা চুক্তির মেয়াদ বাড়ল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজের মধ্যে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সম্পাদিত সমঝোতা চুক্তির মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজের পক্ষে স্কুল অব এডভান্স সায়েন্সের ডিন অধ্যাপক ড. সাতোরু সাকাকিবারা নবায়নকৃত এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে ২০১৮ সালের ৯ অক্টোবর এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজে প্রজাপতিসহ বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার বেলা বারোটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে নবায়নকৃত এ চুক্তিপত্রের হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান এবং প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার অধ্যাপক ড. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।