• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেফতার: ডিবিপ্রধান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ বলেছেন, যাদের কাছে বৈধ অস্ত্র আছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে সেগুলো থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৬ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, যাদের বৈধ অস্ত্র রয়েছে তারা যেন সেগুলো থানায় জমা দেয়। এ বিষয়ে খুব শিগগির নির্দেশ দেওয়া হবে। কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেয় এটা এক ধরনের অপরাধ হবে। 

আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেফতার করবে এবং তাদের অস্ত্র জব্দ করবে। এমনকি ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলেও জানান তিনি। ডিবিপ্রধান বলেন, নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেফতার করবো।