• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দুই জলহস্তি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩  

চট্টগ্রাম চিড়িয়াখানায় রংপুর থেকে এবার ‘জলপরী’ নামে আরেক জলহস্তি এসেছে। মঙ্গলবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় স্ত্রী জলহস্তিটি চট্টগ্রামে পৌঁছায়। এর আগে পুরুষ জলহস্তি ‘লাল পাহাড়’ এসেছিল এ চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে পাঠানো এক জোড়া রয়েল বেঙ্গল টাইগারের বিনিময়ে জলহস্তি দুটি পাঠায় রংপুর চিড়িয়াখানা। লাল পাহাড়ের বয়স ১২ বছর। আর জলপরীর বয়স ৯ বছর। এর ওজন ৯০০ কেজি।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, দুই চিড়িয়াখানা কর্তৃপক্ষের যৌথ সম্মতিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে প্রাণী চারটি বিনিময় হয়। তিনি জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ১৯ সেপ্টেম্বর এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এরপর ২১ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে প্রথম ধাপে পুরুষ জলহস্তি আসে। মঙ্গলবার স্ত্রী জলহস্তিটি আনা হয়।