• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো তাবলীগের জোড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাত বাংলাদেশের পাঁচ দিনের জোড়। মঙ্গলবার (১৭ অক্টোবর) লাখো মুসল্লির আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা । আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগের বিশ্ব আমীর দিল্লীর মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।

তিনি বাদ ফজর থেকে চার ঘন্টাব্যাপী দীর্ঘ হেদায়তী বয়ান করেন। বয়ানের বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ। আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে তাবলীগ জামাতের এই জোড়ে। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বামনশুর কিংস্টার হাউজিং ময়দানে তাবলীগ জামাতের পাঁচ দিনের জোড় ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর মঙ্গলবার পৌনে ১১টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানায়, বাংলাদেশ ২ লাখের মতো ৩ চিল্লার সাথী আছেন। এই জোড়ে প্রায় লক্ষাধিক ৩ চিল্লার সাথী উপস্থিত হয়েছিলেন। ৫ দিনের এই জোড়ে ১৯টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান উপস্থিত ছিলেন। বিদেশি মেহমানরা বিশ্ব ইজতেমা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় দাওয়াতি কাজ করবেন বলে জানা যায়। জোড় থেকে দেশ ও বিদেশে তাবলীগ জামাতের দাওয়াতি কাজের জন্য ১ হাজার ৫৬০টির মতো চিল্লা ও তিন চিল্লার জামাত বের হয়েছে।