• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় আসছেন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

সংক্ষিপ্ত সফরে আজ ঢাকা আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। কলকাতা থেকে দুপুরে ঢাকায় পৌঁছাবেন তিনি। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। এক দিনের সফর শেষ করে আজই ফিরে যাবেন তিনি। ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্ট্রাইকার রোনালদিনহো বাংলাদেশে এবারই প্রথম আসছেন। ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে রোনালদিনহো আসছেন।

ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আপন খান জানিয়েছেন, রাতে হোটেল রেডিসনে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রোনালদিনহো।’ ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সেই সাথে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সময় ‘মিট অ্যান্ড গ্রিড’ শিরোনামে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া সাবেক বার্সেলোনা সুপারস্টারের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ঢাকায় অবস্থানকালে র‌্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করবেন রোনালদিনহো। সংক্ষিপ্ত সফরের অনুষ্ঠানমালা এ হোটেলেই অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে আজ রাতেই ফিরে যাওয়ার কথা রোনালদিনহোর। দুই দিনের কলকাতা সফর শেষে ঢাকা আসবেন তিনি।

এর আগে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তার দেখা পায়নি সাধারণ মানুষ। তবে এবার সেই ব্যবস্থা থাকছে। নির্ধারিত অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আরো কিছু আনুষ্ঠানিকতা রাখা হয়েছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে।