• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ঢাকা উত্তর সিটির শ্রদ্ধাঞ্জলি:শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩  

শেখ রাসেল দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ বুধবার রাজধানীর গুলশান-২ নগরভবনে অস্থায়ীভাবে স্থাপিত প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মাসুদ আলম সিদ্দিকসহ সব বিভাগীয় প্রধান ও অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধাঞ্জলি শেষে এক আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬০ বছর। তাঁর জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্বের গুণাবলি আমাদের কাজে লাগত, দেশের কাজে লাগত। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাঁকে নির্মমভাবে হত্যা করেছে।’ এ সময় তিনি ১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় বাস্তবায়নের জোর দাবি জানান।