• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বাসা ভাড়া নেওয়ার আগে যা যা করা উচিৎ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

ঢাকায় এখন আতঙ্ক বাসা খোঁজা। মনঃপূত বাসা হলে ভাড়া থাকে বেশি। আর ভাড়া ঠিক হলে দেখা দেয় অন্য সমস্যা। ঢাকায় কোনো বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

এই চলটি আগে ছিল বেশি। এখন প্রায় উঠে গেছে। তবে এখনও অনেক বাড়িওয়ালা চুক্তি করেন। এটি তাদের সদিচ্ছার অংশ। এই চুক্তিতে দুই পক্ষেরই সমঝোতার বিষয়গুলো থাকবে। চুক্তিনামায় দুইপক্ষের সই এবং অবশ্যই দুইটি কপি করবেন। একটি কপি রাখবেন আপনার কাছে।  এটি অবশ্য আগে করা উচিত। বাড়ির নিরাপত্তার বিষয়টি চুক্তিনামার আলোচনার সময় স্পষ্ট হবে। ভাড়ার রশিদ যেন প্রতি মাসে দেওয়া হয় এবং আপনার কাছে একট ডায়রিতে আদায়ের স্বাক্ষর গ্রহণ করুন। যদি বিদ্যুৎ ও গ্যাসের কার্ড থাকে তা নিয়ে নিন এবং সে অনুযায়ী বিল দিবন।