• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আক্ষেপে পুড়ছেন বাবর আজম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

উসামা মির হয়তো নিজেকে দোষী ভাবতেই পারেন। এমন সহজ ক্যাচ মিসের খেসারত তাকে এভাবে দিতে হতে পারে সেটি হয়তো তিনি কল্পনাতেও ভাবেননি। শাদাব খানের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন উসামা মির। ম্যাচের যখন ৫ম ওভার চলে তখন শাহিন আফ্রিদির বলে সহজ এক ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। কিন্তু তার ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন উসামা মির। সেই ওয়ার্নারই শেষ পর্যন্ত ১২৪ বলে ১৬৩ রান করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন।

মূলত ওই ক্যাচ মিসের আক্ষেপেই পুড়ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাবর বলেন, 'আমরা বোলিংয়ে ভালো করিনি। এবং আপনি যদি ওয়ার্নারের ওমন ক্যাচ ফেলে দেন তাহলে ত আর সে ছেড়ে কথা বলবে না আপনাকে। বড় রানের মাঠ এটি। এখানে সামাণ্য ভুলই আপনাকে ছিটকে দিতে পারে।'

শুরুতে পাকিস্তানি বোলাররা বেধরক মার খেলেও শেষ ১০ ওভারে বেশ ভালো বোলিং করে অস্ট্রেলিয়ার রানের চাকা চারশোর নিচে রাখেন পাকিস্তানি পেসাররা। বাবর আজম বলেন, ‌‘বোলিংয়ে শেষের ১০ ওভারের জন্য বোলারদের বাহবা দিতেই হবে। ব্যাটিংয়ের সময় বল আরও ভালো ব্যাটে আসছিল। মাঝের ওভারে জুটি গড়তে পারিনি আমরা। বোলিংয়ে আমাদের শুরুর দশ ওভার আরো ভালো করার চেষ্টা করতে হবে।’