• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

গরমে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে ছাগল কিনে সিএনজি চালিত অটোরিকশাযোগে কারওয়ান বাজার নিজ দোকানে যাওয়ার পথে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন মো. সেলিম (৫৫) নামের এক মাংস ব্যবসায়ী।

আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, অসুস্থ অবস্থায় সিএনজি অটোরিকশা চালক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সেলিমকা হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালিত অটোরিকশা চালক মো. রুবেল বলেন, ‘মৃত সেলিম পেশায় মাংস ব্যবসায়ী। কারওয়ান বাজারের তার দোকান রয়েছে। সেখান থেকে তিনি সকাল সাড়ে ১০টার দিকে আমার সিএনজি ভাড়া করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছাগল কিনতে যান।

এবং সেখান থেকে ছাগল কিনে যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় তার বাসার সামনে যান। সেখানে তার ছেলের মাধ্যমে একটি ব্যাগ নিয়ে ছাগলসহ কারওয়ান বাজারের উদ্দেশে যাওয়ার পথে কাজলা ব্রিজের ওপরে তিনি অচেতন হয়ে পড়েন।

আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি।’ সিএনজি চালক আরো বলেন, ‘হয়তো অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে এমনটা হয়েছে। সুস্থ মানুষ নিয়ে আসলাম অথচ লোকটি মারা গেল। মৃতের স্বজনদেরকে সংবাদ দেওয়া হয়েছে।

ছাগলটি আমার সিএনজির মধ্যেই রাখা আছে।’ ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
মৃত সেলিম যাত্রাবাড়ীর বিবির বাগিচায় পরিবার নিয়ে থাকতেন। পেশায় তিনি মাংস ব্যবসায়ী ছিলেন।