• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা’ অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, বিদ্যা শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনায়বাণী অর্চনাঅনুষ্ঠিত হয়েছে রবিবার (১০ ফেব্রুয়ারি) গণ বিশ্ববিদ্যালয় বাণী অর্চনা সংঘের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস- সরস্বতী পূজার আয়োজন করা হয় রবিবার সকালে জ্ঞান ললিতকলার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগী ভক্তরা পুষ্পার্ঘ্য অঞ্জলি প্রদান করে

অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে আলোর পথে উৎসারিত করতে দেবীর পায়ে এই প্রণতি বলে জানান বাণী অর্চনা সংঘের সভাপতি তমাল ব্যানার্জী পূজায় দেশের সব বিদ্যার্থীদের সুস্থতা এবং দেশ জাতির মঙ্গলকামনায় বিশেষ প্রার্থনা করা হয় এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

এসময় ফিজিওথেরাপি বিভাগের শিক্ষক ডঃ রূপক চন্দ্র রায়, উত্তম পাল, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শ্যাম সুন্দর সাহা, ডঃ ফুয়াদ হোসেন, ফিজিওলজি বিভাগের ডাঃ বিভাস পাল, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোঃ জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন