• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে রচনা প্রতিযোগিতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

গাজীপুরে ব্যবস্থাপনা নিয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষে স্কুল পর্যায়ে ‘পরিচ্ছন্ন নগর গড়তে ছাত্র সমাজের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে।

বুধবার (২০ মার্চ)  দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি কর্পোরেশন মেয়র মো. জাহাঙ্গীর আলম।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, শিক্ষা কর্মকর্তা জোবায়ের হোসেন, জাইকার টিম লিডার নাওকো আনজাই, হিরোকি ওয়াটানাবে, মনি মালা রায়, জনসংযোগ কর্মকর্তা ড. সেলিম শেখ প্রমুখ।

প্রতিযোগিতায় জেলা শহরের ৪টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণি পর্যায়ে ২৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়েছে।