• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে প্রতিবন্ধীদের জন্য তিনবছর মেয়াদী প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

ঢাকা জেলার ধামরাইয়ে পাঁচটি ইউনিয়নে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য তিন বছর মেয়াদী প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন, প্রতিবন্ধী ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তির ব্যবস্থা, বিনামূল্যে সহায়ক দ্রব্য প্রদান, প্রতিবন্ধী হকারদের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান।

মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সঞ্চালনায় অবহিতকরণ কর্মশালায় গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মহুয়া পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন, ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা প্রমুখ।

উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সানোড়া, সোমভাগ, সূতিপাড়া, ভাড়ারিয়া ও ধামরাই ইউনিয়নে প্রতিবন্ধীদের জন্য প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে 'ইনক্লুশন অব পারসন ওইথ ডিসএ্যাবিলিটিস থ্রু কমিউনিটি-বেইসড ইনেশিয়েটিভ' এর তিন বছর মেয়াদী বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।