• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টার অভিযোগে বিউটি পার্লার মালিক আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা করার অভিযোগে একটি বিউটি পার্লারের মালিককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করা হয়েছে

আটক বিউটি পার্লার মালিক বিপ্লব খান (৩৭) উপজেলা সদরের মৃত জিল্লুর রহমানের ছেলে সে দৌলতপুর বাজারের বৈশাখী বিউটি পার্লারের মালিক

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কর্মকার বলেন, ‘স্থানীয় এক গৃহবধূ গত মঙ্গলবার বিকেলে আটক ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই মামলায় তাকে আটক করা হয়েছে

অভিযোগের ভিত্তিতে পুলিশের ওই কর্মকর্তা জানান, ওই গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী তার মেয়ের বান্ধবীর বাবা বিপ্লব খানের সঙ্গে তাদের পারিবারিক সুসম্পর্ক থাকায় বিভিন্ন সময় বিপ্লবের মোবাইলে তারা ছবি তুলেছে সম্প্রতি তার স্বামী দেশে আসার কথা শুনে বিপ্লব তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয় তা না হলে হলে ছবি ও মেসেঞ্জারের লেখা দেখিয়ে তার সংসার ভেঙে দেওয়া হুমকি দেয় অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতেই ওই যুবককে আটক করে গতকাল বুধবার সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ