• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিক্ষোভ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

গতকাল বুধবার(২০ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন, অমর একুশে হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করে। নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে মানববন্ধনে বক্তারা বেশ কয়েকটি দাবি জানান।

দাবিসমূহ হলো: সড়ক পরিবহন আইনের কঠোরতম প্রয়োগ, গণপরিবহনগুলোকে ট্রাফিক আইন মানতে বাধ্য করা, গাড়ি ও চালকের লাইসেন্স চেক করা, ফুটপাত দখলমুক্ত করা, চালকদের পেশাগত প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স দেওয়ার পদ্ধতিগত উন্নয়ন- আধুনিকায়ন, জাতীয় মহাসড়কে কমগতি ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা এবং শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া ও আটঘণ্টা কর্মদিবস নির্ধারণ।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখা আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, ‘আর কত লাশের মিছিল বয়ে গেলে সড়কে জীবনের নিরাপত্তা পাবো। আমরা নিরাপদ সড়ক চাই, ভ্রমণে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল পরিবহন শ্রমিকদের আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা করছে। আমাদের দাবি ঘাতক চালকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা, সড়কে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স দৃশ্যমান রাখা, সু-প্রভাত ও জাবালে নূরের রুট পারমিট বাতিল করা এবং আবরারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।’

 

মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অনুরোধে অবরোধ তোলে নিয়ে মহাসড়ক ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।