• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

র‌্যাব, ডিজিএফআই ও ডিবির ভুয়া চার সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯  

গাজীপুরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে র‌্যাব-ডিজিএফআই ও ডিবি পুলিশ দেওয়া চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃতকে উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার গত মঙ্গলবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) ড. রুহুল আমিন সরকার জানান, র‌্যাব-ডিজিএফআই ও ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে চার ব্যক্তি ১৬ মার্চ রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর আশরাফ সেতুর সামনে থেকে নওগাঁর ডাবরকুড়ি এলাকার মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে (৫০) অপহরণ করে।

তারা মিজানুর রহমানকে লালবাগ থানা এলাকায় গোপন স্থানে আটকে রেখে তার ব্যবহৃত প্রাইভেট কারটি নিয়ে যায়। পরে অপহরণকারীরা মিজানুরের স্বজনদের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে টঙ্গী এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে। পরে আলমগীরের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গী ও লালবাগ থেকে অপর তিন অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভিকটিমকে ও তার প্রাইভেটকারটি উদ্ধার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, ডিবি সদস্য পরিচয়দানকারী ঢাকার লালবাগ থানার শহীদ নগর এলাকার কামাল হোসেনের ছেলে ইয়াছিন রানা (২৬), র‌্যাব সদস্য পরিচয়দানকারী ঢাকার কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার তোফাজ্জল আহম্মেদের ছেলে দীপু (২১), র‌্যাবের ড্রাইভার পরিচয়দানকারী ময়মনসিংহের গৌরীপুর থানার বুগাইনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫) এবং ডিজিএফআই’র সদস্য পরিচয়দানকারী নওগাঁ সদরের কুড়মইর এলাকার সাগর বক্স সরকারের ছেলে গোলাম মোস্তফা (৫৮)।