• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বরগুনায় ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

বরগুনার বেতাগীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেতাগী বাসস্ট্যান্ড এলাকার একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনের সূত্রপাত ঘটা দোকানের ব্যবসায়ী লিটন বিশ্বাস বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানে থাকা গ্যাসের বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বেতাগী, বরগুনা সদর ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুষলধারে বৃষ্টি হওয়ায় আগুন সহজেই নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে হারুন, উত্তম শীল, খোকন, শংকরসহ মোট সাতজনের দোকান ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিস বরগুনা ইউনিটের স্টেশন ম্যানেজার মো. ইলিয়াস জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।