• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ভৈরবে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

কিশোরগঞ্জের ভৈরবে বুধবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। নিহত মহরম আলী পৌর শহর কালিপুরের একজন চিহ্নিত ডাকাত সর্দার। 

এ সময় ছয়জন পুলিশ আহত হন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি এলজি (লোকাল গান) অস্ত্র, দু’টি রাম দা, ৫ রাউন্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল ও ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। 

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভৈরব, আশুগঞ্জ ও সরাইলসহ আশ-পাশের থানায় ডাকাত সর্দার মহরত আলীর বিরোদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ধর্ষণের প্রায় এক ডজন মামলা রয়েছে। 

রাতে একদল ডাকাত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চান্দপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন ডাকাত ও এসআইসহ ছয়জন আহত হয়। 

পরে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মহরম আলীকে মৃত ঘোষণা করেন।