• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যাচেষ্টা মামলায় অধ্যক্ষ সাত দিনের রিমান্ডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

একইসঙ্গে এজাহারভুক্ত আসামি আবছার উদ্দিন ও মাদরাসার ছাত্র আরিফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার দুপুরে তিনজনেরই সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফত উদ্দিন এ আদেশ দেন।

ফেনীর এসপি এস.এম জাহাঙ্গীর আলম সরকার জানান, ৬ এপ্রিল নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় নুসরাতের ভাইয়ের করা মামলায় সাতজনকে  পৃথকভাবে রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া পাঁচ পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে ২৭ মার্চ নুসরাতকে নিজ কক্ষে ডেকে শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছেন নুসরাতের মা শিরিন আক্তার।