• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বর্ষবরণে রমনা ও ঢাবি ক্যাম্পাসে মানুষের ঢল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসব উদযাপনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করতে রাজধানীর ঐতিহাসিক রমনা বটমূলের ছায়ানটে উপচে পড়া ভিড়। রমনা, সোহরাওয়ার্দী উদ্যানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজারো নারী-পুরুষ ও শিশুর ঢল নেমেছে।

রোববার সকাল থেকেই আবহাওয়া খুব ভালো থাকার কারণে বর্ষ বরণে আসা মানুষের কোনো সমস্যা হয়নি। যত সময় গড়াচ্ছে ততই ভিড় জমছে।

হালকা শীত ও কাকডাকা ভোর হতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ নববর্ষের লাল, সাদা রঙের পাঞ্জাবি, বাহাড়ি রঙের শাড়ি পরিধান করে রমনা উদ্যান অভিমুখে ছুটে আসেন। সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে।


 

নগরবাসীকে নববর্ষের অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল চোখে পড়ার মতো।

রাজধানীর নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, কাটাবন মোড়সহ বিভিন্ন প্রবেশ পথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা  রয়েছে সতর্ক অবস্থানে। পূর্ব ঘোষণা অনুযায়ী কাউকে যানবাহন নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি।

এদিকে টিএসসিতে প্রবেশের আগেই শাহবাগ থানার সামনে থেকে পুরো রাস্তা আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। কোনো প্রকার অন্যায় করে কেউ যেন পার না পান সেই দিকে নজর রাখছেন তারা।