• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের এ কি হাল…

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

মানিকগঞ্জ সদরে শনিবার রাতে বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইয়ের মাথা ফাটাল ইভটিজাররা।

আহত শরিফুল ইসলাম বাবু উপজেলার বালিয়াবিল গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি একটি জুতার দোকানের কর্মচারী। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই দোকনের মালিক মো. রানা মিয়া জানান, দুপুরে পাশের দোকানের কর্মচারী নবিন শরিফুলের বোনকে জড়িয়ে ধরে। শরিফুল এ ঘটনার প্রতিবাদ করায় নবিন ক্ষিপ্ত হয়ে বাবুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। রাতে নবিন ও তার এক সহযোগী বাবুর ওপর হামলা করে। দোকানের তালা দিয়ে বারবার আঘাত করলে বাবুর মাথা ফেটে যায়।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মো. লুৎফর রহমান বলেন, আহত বাবুর মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।

মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।