• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঢেলে সাজানো হচ্ছে দেশের ছয় বিমানবন্দর!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

দেশের ছয়টি বিমানবন্দরকে ঢেলে সাজানো হচ্ছে। এই পরিকল্পনায় ইতিমধ্যে দুটি মেগা প্রকল্পসহ ১৯ হাজার ৯০০ কোটি টাকা ব্যায়ে মহাপরিকল্পনা করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি প্রকল্পের দরপত্রের কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, প্রকল্পগুলোর কাজ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শেষ করার সিধান্ত নেয়া হয়েছে।  এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে বিমানবন্দরগুলোর চেহারা।

প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ১৪ হাজার কোটি টাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প। এছাড়া তিন হাজার ৭০০ কোটি টাকার কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ওভারলেকরণ, ৪৫০ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল হ্যাঙ্গার প্রতিস্থাপন, ৪০০ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং ৪৫০ কোটি টাকা ব্যয়ে একই বিমানবন্দরের রানওয়ে ও রানওয়ে ওভারলেকরণ প্রকল্প, ৪০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও রানওয়ে ওভারলেকরণ কাজ, ২৭৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণ, ৩০ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণ কাজ, ১০৬ কোটি টাকা ব্যয়ে যশোর বিমানবন্দরের টার্মিনাল, ৯৬ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল ভবন ও পার্কিং নির্মাণ প্রকল্প।

জানা যায়, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ প্রায় ৮০ কোটি টাকার অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্র ক্রয় করে। ফলে  বিমানবন্দরের আয় বৃদ্ধি পায় প্রায় ৭৫ কোটি টাকা।

বঙ্গবন্ধুর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বিমানবন্দরের আয় বর্তমানের চেয়ে কয়েকগুণ  বেশি হবে।