• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

সুদান যাচ্ছে বাংলাদেশের ১৪০ পুলিশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০১৯  

আফ্রিকার দেশ সুদানে যাচ্ছেন বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ এর ১৪০ জন সদস্য।

শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপনের লক্ষ্যে শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা একটি ফ্লাইটে দারফুরের নায়লার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল হালিম। ডেপুটি কমান্ডার হিসেবে রয়েছেন মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী।

পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী সদস্যদেরকে বিমানবন্দরে বিদায় জানান।

এ ছাড়া পৃথক পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে ১৬ জন পুলিশ কর্মকর্তাও শনিবার ভোরে সুদানের পথে রওনা হয়েছেন।এর নেতৃত্বে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোক্তার হোসেন।

ঢাকা মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।