• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

রিফাতের খুনিদের ধরতে বন্দরগুলোতে রেড অ্যালার্ট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

বরগুনায় রিফাত শরীফের খুনিরা যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ পুলিশ।

এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা যাতে পালাতে না পারেন সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন এ পুলিশ কর্মকর্তা।