• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দৌড়েও শেষ রক্ষা হলো না

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

অটোরিকশায় তিন মাদক ব্যবসায়ী কফ সিরাজ ও গাঁজা পাচার করছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানের টের পেয়ে অটো থেকে নেমে মাদক ব্যবসায়ীরা প্রাণপণে দৌড় দেন। তবুও রক্ষা পাননি তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপির বড়ধুশিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লার বরুড়ার কলারপাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতিকুর রহমান বাদল, বগুড়া সদরের মালগ্রাম গ্রামের সজুলুর রহমান সজলের ছেলে সবুজুর রহমান সবুজ ও কুমিল্লা কোতোয়ালি থানার নোয়পাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে আবু কালাম।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়ধুশিয়া বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে গতিরোধ করা হয়। গতিরোধের পর অটো থেকে তিন ব্যবসায়ী প্রাণপণে দৌড় দিলেও পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় তাদের দেয়া তথ্যে অটোর সিটের নিচ থেকে তিনটি প্যাকেটে দুই কেজি গাঁজা ও স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেটে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা

তাদের বিরুদ্ধে এসআই রাজু বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছেন বলে জানান ওসি।