• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ডাকারিত প্রস্তুতির সময় গ্রেফতার পাঁচ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

রাজধানীর মোহাম্মদপুর থেকে ডাকাতির প্রস্তুতির সময় একটি সংবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের নাম- শামীম (২৮), আদু (২৩), রাব্বী (১৮), রতন দাস (২২) ও আজিজুল হক (১৮)। 

বৃহস্পতিবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক শুক্রবার বিকেলে এ তথ্য জানান। 

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা সংবাদ আসে, খিলজী রোডের শিশুপার্কের ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাত দল। এ তথ্যে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে দৌড়ে পালানোর সময় সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি, ১টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু-ড্রাইভার ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। রাতের বেলা রাজধানীর বিভিন্ন এলাকায় ফাঁকা বাড়ি ও ফ্লাটে গ্রিল কেটে বা তালা ভেঙে ডাকাতি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।