• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মারধরের ক্ষোভেই বন্ধুকে খুন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০১৯  

পটুয়াখালীর বাউফল উপজেলায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভংকর হাওলাদার হত্যাকাণ্ডের মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পালিয়ে যাওয়ার সময় উপজেলার মিলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ঢাকায় রং মিস্ত্রির কাজ করেন।

শুক্রবার দুপুরে এসপির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসপি মইনুল হাসান জানান, ২২ জুন শুভংকর ও তার লোকজন একশ টাকার জন্য সাইফুলকে মারধর করেন। এরই জের ধরে ২৪ জুন দুপুরে সাইফুল তার বাবার মোবাইল থেকে শুভংকরকে ডেকে নেয়। ওইদিন সন্ধ্যায় ছোলাবুনিয়া বাজারে তারা একত্রিত হয়। একপর্যায়ে সাইফুল শুভংকরকে নিয়ে আশুরিয়া বাজার থেকে দক্ষিণ দিকে গোলাবাড়ি এলাকায় যায়। সেখানে শুভংকরকে কৌশলে গাঁজা সেবন করায় সাইফুল।

তিনি জানান, শুভংকর প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গেলে সাইফুল তাকে পেছন থেকে লাথি মারেন। এতে শুভংকর পড়ে গেলে সাইফুল শুভংকরকে রুমাল দিয়ে গলায় ফাঁস দেন। এতে তার মৃত্যু হলে সাইফুল কোমরের বেল্ট দিয়ে টেনে তাকে খালের পানিতে ফেলে দেন।

এ সময় শুভংকরের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল গলাচিপা থানার লামনা গ্রামে সাইফুলের খালু রহিম মোল্লার বাড়িতে রেখে আসে। পুলিশ তা উদ্ধার করে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, শুভংকরের বাবা সত্য রঞ্জন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত আসামির নামে হত্যা মামলা দায়ের করেছেন।

২৬ জুন পটুয়াখালীর বাউফলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভংকর হাওলাদারের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।