• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রাজধানীর কিছু সড়কে রিকশাচালকদের সড়ক অবরোধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুলাই ২০১৯  

সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ রিকশাচালকরা রাজধানীর কিছু সড়ক অবরোধ করে রেখেছে। তারা রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের দাবি জানিয়ে এই অবরোধ করছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে মালিবাগ, রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডের সড়কের একপাশ আটকে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। 

এ সময় রিকশাচালকদের ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা যায়।

রামপুরায় অবরোধ প্রসঙ্গে রিকশাচালক মিলন বলেন, সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলন দুপুর ১টা পর্যন্ত চলবে। 

কুড়িল বিশ্বরোডের রিকশাচালক সিরাজ মিয়া বলেন, আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল বুধবার সাত ঘণ্টা সড়কে আন্দোলন চলবে। 

বাড্ডা থানার এসআই মান্নান জানান, সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রিকশাচালকরা সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন।

তিনি বলেন, রাস্তায় ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গেল ৩ জুলাই ডিএসসিসির নগর ভবনে ঢাকার পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রথম সভায় প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের এক সিদ্ধান্ত নেয়া হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিনটি সড়কে রিকশা, ভ্যানসহ অবৈধ এবং অনুমোদনবিহীন অন্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফলে গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা চলতে দেয়া হচ্ছে না।