• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনানিবাসে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করেন। 

রোবার সকালে ঢাকা সেনানিবাসের ‘বোট ক্লাব’ শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন করেন তিনি। 

 

 

এসময় ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সব ইউনিট/সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এ বছর ঢাকা অঞ্চলে সেনাবাহিনী বিভিন্ন প্রজাতির (ফলজ/বনজ/ফুল) গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেনানিবাসে প্রায় দুই লাখ বৃক্ষ রোপণ করা হচ্ছে।

 

 

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, বরাবরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সবাইকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ এর উদ্দেশ্যে।