• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ভ্যাকসিন নেই, বিপাকে রোগীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নেই। এ সুযোগ কাজে লাগিয়ে বাড়তি মুনাফা লুটছে ঔষুধ ব্যবসায়ীরা। এতে রোগীরা পড়েছে বিপাকে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুন খান বলেন, তিন দিনে আটজন জলাতঙ্ক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু ভ্যাকসিন না থাকায় তাদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তাই রোগীদের কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

উপজেলার দুলালপুর উত্তরপাড়ার মানিক মিয়ার স্ত্রী রেশমা আক্তার বলেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নিচ্ছে। তারা বলে জলাতঙ্কের ভ্যাকসিন তো সবসময় চলে না। তাই বাড়তি দাম না নিলে পোষায় না।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায় না। এটা একমাত্র নিয়ন্ত্রন করে জেলা সদর হাসপাতাল। এখানে এলেই সব পাওয়া যাবে।