• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

লাভে ফিরেছে বিমান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

২০১৮-১৯ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭২ কোটি টাকা নিট মুনাফা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

বুধবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছে পাঁচ হাজার ৭৯১ কোটি টাকা। সব মিলে বিমানের ব্যয় হয়েছে পাঁচ হাজার ৫১৯ কোটি টাকা। নিট মুনাফা হয়েছে ২৭২ কোটি টাকা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে বলেও জানান তিনি।

যাত্রীসেবার মানোন্নয়নে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের প্রথম ব্যাগেজ ফ্লাইট অবতরণের ১৬ মিনিটের মধ্যে এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিটের মধ্যে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে।