• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বন্যাদুর্গতদের পুনর্বাসনে রয়েছে ১২০ কোটি টাকা বরাদ্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন করার জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। 

রোববার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের বাজেট ১২০ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেছেন, কৃষির জন্য টাকার কোন অভাব হবে না। আরো বেশি টাকা লাগলেও দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গে ড. আব্দুর রজ্জাক বলেন, জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল। তিনি অনেককে উস্কে দিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৭৫ সালে যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সে লক্ষ্য পূরণের জন্য সেই সরকার কাজ করেছে। 

কৃষিমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় সারাদেশে যাতায়াতে কিছু সমস্যা হয়েছে। সাধারণ মানুষ এর সঙ্গে অভ্যস্ত। তারা এটি মোকাবিলা করেছে। এর ফলে তাদের আনন্দে ঘাটতি থাকে না। নানা সমস্যার মধ্যেই কাজ করতে হয়। 

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সবকিছুর মধ্যেই আনন্দ করে। ঈদ যাতায়াতে টাঙ্গাইলে ১০ ঘণ্টা লেগেছে। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু আশা করি সবারই ঈদ ভালো কেটেছে।