• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রতি বাংলাদেশের আহ্বান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রেজুলেশনের ওপর অনুষ্ঠিত একটি আয়োজনে ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য আন্তর্জাতিক পদক্ষেপের বাস্তবায়ন এবং অপরাধ করে পার পেয়ে যাওয়ার ঘৃণ্য সংস্কৃতি বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সেইসঙ্গে ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ গৃহীত রেজুলেশন, রোডম্যাপ ও আরব শান্তি পরিকল্পনার বাস্তবায়ন, চতুর্পক্ষীয় অর্থাৎ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া গৃহীত প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের কথা জানানো হয়।

ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী উদ্বৃত করে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বলেন, আমরা অবশ্যই শান্তির আশাকে ক্ষীণ হতে দিতে পারি না। আমি বিশ্বাস করি অবশ্যই আর কোনো বিলম্ব ছাড়াই আমরা শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে পারবো। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করি যাতে ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্বাধীন স্বদেশভূমি প্রতিষ্ঠিত হয় যেখানে তারা প্রতিবেশীদের পাশাপাশি শান্তি ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।
ফিলিস্তিন প্রশ্নের সমাধানে ওআইসির সভাপতি হিসেবে বাংলাদেশ সবসময়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি ও অবিলম্বে অবৈধ বসতি স্থাপন বন্ধ, গাজা উপত্যকায় অবরোধ উঠিয়ে নেয়া এবং সবধরনের আগ্রাসন ও সহিংসতা বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করার জন্য সাধারণ পরিষদকে আহ্বান জানায় উপ-স্থায়ী প্রতিনিধি।

ফিলিস্তিনি জনগণের জন্য জাতিসংঘের রিলিফ সংস্থার তহবিল আরও সমৃদ্ধ ও টেকসই করা এবং অনতিবিলম্বে আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বানের কথাও উল্লেখ করেন তিনি।