• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘ইমামদের সরকারি চাকরির আওতায় আনা উচিত’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই সহজ করতে সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস চরমপন্থা রোধ: উত্তরবঙ্গের অভিজ্ঞতা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট।

এসময় বেনজীর আহমেদ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবার সম্পৃক্ততা প্রয়োজন। ইসলামে নিষিদ্ধ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জুমার খুতবায় কিছু বলা হয় না। রাজনৈতিক বক্তব্য দেয়া হয়।

ইমামদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রাজনীতি করতে চাইলে করেন, কিন্তু মসজিদকে ব্যবহার করবেন না।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ইমামকে সরকারি চাকরির আওতায় আনা উচিত। তাহলে এটা সহজ হবে। তাহলে আমরা অনেক কিছুই করতে পারব।

আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন উপস্থিত ছিলেন।