• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ভোটার হতে এসে ধরা খেলেন তিন রোহিঙ্গা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

কক্সবাজারের উখিয়ায় ভুয়া ঠিকানা ও কাগজপত্র নিয়ে ভোটার হতে আটক হয়েছেন তিন রোহিঙ্গা।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউপির সোনার পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে রাত ৮টার দিকে তিন রোহিঙ্গাকে এক মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই ইউপির ডেইল পাড়া এলাকার আয়ুব আলীর ছেলে আবদুল হামিদ, ছৈয়দ হোসেনের ছেলে নুর হোসেন ও হোসেন আহমেদের মেয়ে মুর্শিদা বেগম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ভোটার হতে ছবি তুলতে আসলে তাদের কথা-বার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে ভ্রমমাণ আদালত পরিচালনা করে তাদের এক মাস করে জেল দেয়া হয়।