• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

যে তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ এলাকায় একটি ঘূর্ণিবায়ু (সাইক্লোনিক সার্কুলেশন) বিরাজ করছে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

ভারী বর্ষণের এ সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালকের পক্ষে সই করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।