• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দুর্গাপূজার আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

সারা দেশে দুর্গা পূজার নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে চলছে মন্ত্রপাঠ। ঢাকের বাদ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

বগুড়া
বগুড়ায় ষষ্ঠী লগ্নের শুরুতেই ধুপ ধুনো দিয়ে দেবী দুর্গার আমন্ত্রণ জানান ভক্তরা। ঢাকের বাদ্য আর মন্ত্রপাঠে মুখরিত হয় মণ্ডপগুলো। জেলার ৬শ ৬২টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল
শুক্রবার (০৪ অক্টোবর) সকাল ৮টা ৫২ মিনিটে বরিশালে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ হয়। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে ধর্মীয় গান। এবার জেলায় ৬শ ১৩টি মণ্ডপে দুর্গাৎসবের আয়োজন করা হয়েছে।

কুড়িগ্রাম
কুড়িগ্রামেও মণ্ডপে মণ্ডপে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটেছে বাঙালির শারদোৎসবের। ষষ্ঠী সংকল্পের মাধ্যমে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পূজার সংকল্প করা হয় বলে জানান পুরোহিতরা।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মণ্ডপগুলোয় বাদ্যের তালে তালে আরতি করে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। এর আগে মঙ্গল প্রদীপ জ্বেলে, ফুল ফল, বেলপাতাসহ নানা আচারের মধ্য দিয়ে ঘট স্থাপন করা হয়।

অন্যান্য
এছাড়া, চাঁদপুর, পঞ্চগড়, নাটোর, রংপুরসহ সারাদেশে আনন্দঘন পরিবেশে পালন করা হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের ষষ্ঠী পূজা। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।