• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকাশে বিনিয়োগ করবে টেক মাহিন্দ্র

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

বাংলাদেশের উদ্যোক্তারা টেক মাহিন্দ্রা হতে বিনিয়োগ, গবেষণাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে যাচ্ছেন। শুক্রবার (০৪ অক্টোবর) নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে টেক মাহিন্দ্রার সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে স্টার্টআপ বাংলাদেশ।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং টেক মাহিন্দ্রার প্রেসিডেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স ও বিজনেস হেড এপিএসি সুজিত বক্সী পরস্পরের মধ্যে এই চুক্তি বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতের রেলওয়ে, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল।

পলক এক ফেইসবুক স্ট্যাটাসে জানান, চুক্তির আওতায় দেশে ডিজিটাল স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশের জন্য এবং উদিয়মান উদ্যোক্তাদের বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা প্রদানে যৌথভাবে কাজ করবেন তারা।

সমঝোতা অনুযায়ী এআই, ফাইভজি, ব্লকচেইন, আইওটি, বিগ ডেটা ও সাইবার সিকিউরিটির মতো বিষয়ে যৌথভাবে কাজ করা হবে।

যেখানে টেক মাহিন্দ্রার গবেষণা প্রতিষ্ঠান মেকারস ল্যাবে কাজ করার সুযোগ মিলবে বাংলাদেশীদের। রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইডিয়াথন ও হ্যাকথনসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সচেতনতা ও দক্ষতা কার্যক্রম চালানোর কথাও।