• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে প্রবেশকালে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে নাফ নদীর হোয়াইক্যং মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে নুর কামাল ও একই ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে আবুল হাসিম।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাফ নদী দিয়ে নৌকায় করে কয়েকজন প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা ও অস্ত্রসহ এ দুইজনের মরদেহ পাওয়া যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।