• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বান্দরবানে পাওয়া গেলো বিরল প্রজাতির ‘রেড সেরো’/ বনছাগল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিরল প্রজাতির একটি বনছাগলের ছানা উদ্ধার করা হয়েছে। বান্দরবানের আলীকদম উপজেলার সংরক্ষিত মাতামুহুরী বনাঞ্চলের দুর্গম ইয়ংনং মুরুং পাড়া থেকে এই রেড সেরো উদ্ধার করেছেন বনকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মুরুং বাসিন্দারা দুর্গম বন থেকে গত সপ্তাহে ছাগল ছানাটিকে আটক করেন। একটি কুকুরের সঙ্গে খেলা করতে দেখে স্থানীয়রা ছাগলটি ধরে এনে লালন-পালন করে। খবর পেয়ে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের নেতৃত্বে বিভাগের সদস্যরা বৃহস্পতিবার অভিযান চালিয়ে ছাগলটি উদ্ধার করেন।
 
বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, উদ্ধারকৃত বনছাগলের ছানার ইংরেজি নাম ‘রেড সেরো’। এটি দেশের বিরল প্রজাতির একটি বন্যপ্রাণী। বাসস্থান নির্মাণ এবং শিকারের কারণে পুরো পৃথিবীতে এ প্রজাতির বনছাগলের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। যার কারণে ‘আইইউসিএন’ এর তালিকায় বিপন্ন প্রজাতি প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত এটি।

তিনি আরো বলেন, ছাগলটিকে সংরক্ষণ করতে কক্সবাজারের চকরিয়াস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।