• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

‘অ্যাডভেঞ্চার-৫’ এ জন্ম নিয়েই সুখবর পেল নবজাতক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

ভোলা ইলিশা রুটের ওয়াটার বাস অ্যাডভেঞ্চারে-৫ এ জন্ম নিল এক ফুটফুটে নবজাতক শিশু। শনিবার ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ওই বাসে জন্ম নেয় শিশুটি।

ভোলা জেলার এরিয়া ম্যানেজার এনামুল হক সবুজ জানান, ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওয়াটার বাসে আছমা বেগম নামে এক গর্ভবতী নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওয়াটার বাসের কর্মকর্তারা তাকে কেবিনে নিয়ে যান। 

এ সময় ওয়াটার বাসের মাস্টার অ্যাডভেঞ্চারের যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ওয়াটার বাসে যদি কোনো সেবিকা থাকেন তাহলে সাহায্য করুন। ওয়াটার বাসের কর্মকর্তা ও যাত্রীদের সহযোগিতায় পৃথিবীর আলোর মুখ দেখল নবজাতক ছেলে শিশুটি।

অ্যাডভেঞ্চার-৫ এর ওয়াটার বাসের সুপারভাইজার মো. রমজানসহ কর্মকর্তা-কর্মচারীরা মা ও শিশুকে সুস্থ রাখতে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ইলিশা ঘাটে মা ও নবজাতকের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখেন।

নিজাম শিপিং এর মালিক নিজাম উদ্দিন ওয়াটার বাসে জন্ম নেয়া শিশুটির নাম রাখেন নাবিল। 

তিনি আরো জানান, নবজাতক শিশু ও তার মা যতদিন বেচেঁ থাকবেন অ্যাডভেঞ্চারে যাতায়াতে কোনো টাকা নেয়া হবে না বলে বিষয়টি নিশ্চিত করেন।

আছমা বেগমের বাড়ি ভোলা সদরের বাপ্তা ইউপি সংলগ্ন।