• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

যমুনার চরে আশ্রয় পাবে ৫০ পরিবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

জামালপুরের ইসলামপুরে যমুনার চরে নির্মাণ করা হচ্ছে গুচ্ছগ্রাম। এতে আশ্রয় পাবে ৫০টি ভূমিহীন পরিবার।

সোমবার সরেজমিনে দেখা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ওই উপজেলার চিনাডুলী ইউপির নন্দেনের পাড়ায় গুচ্ছগ্রাম নির্মাণ ও পুকুর খননের কাজ শুরু হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বর্ষা মৌসুমের আগেই ৭৫ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ শেষ হবে।

ইসলামপুরের ইউএনও মিজানুর রহমান বলেন, যমুনা নদীর ভাঙনে ভিটেমাটি হারানো ৫০টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।