• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

প্রকল্প বাস্তবায়নে কড়া নির্দেশ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

সময়ানুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের কড়া নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু। 

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর (ডিসেম্বর-২০১৯ পর্যন্ত) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সময়ানুযায়ী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। কোনো কাজ যাতে অসম্পন্ন না থাকে সেজন্য গুরুত্ব দিয়ে কাজ করুন। 

প্রাণিসম্পদের উন্নয়ন এবং প্রাণিজ আমিষ নিশ্চিত করতে আরো বেশি ও বড় প্রকল্প নেয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় জানানো হয়, চলতি ২০১৯-২০ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৩৮টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ১ হাজার ৬২৬ কোটি টাকা। এর মধ্যে জিওবির ৭৬০ কোটি এবং প্রকল্প সাহায্য হিসেবে ৮৬৬ কোটি টাকা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পগুলোর বাস্তবায়নের গড় অগ্রগতি ১৭ দশমিক ৬১ শতাংশ।