• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আড়ংয়ের ওয়াশ রুমে গোপনে ভিডিও করে তরুণীকে ব্ল্যাকমেইল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

আড়ংয়ের ওয়াশ রুমে গোপনে ভিডিও করার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট। রাজধানীর আড়ংয়ের বনানী শাখায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার যুবক আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী। তার নাম সিরাজুল ইসলাম সজীব। তার বিরুদ্ধে সম্প্রতি আড়ংয়ের ওয়াশ রুমে গোপনে ভিডিও করার অভিযোগ আনেন এক তরুণী।

ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করেন, গত ১১ জানুয়ারি রাতে বনানীর আড়ংয়ের সাবেক সহকর্মী সজীব ফেসবুক ম্যাসেঞ্জারে ওই তরুণীকে ওয়াশ রুমে তার পোশাক পরিবর্তনের ভিডিওটি পাঠান। পরে নানা কু-প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করেন। প্রস্তাবে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন সজীব। পরে সজীবকে গ্রেফতার করে ঘটনার সত্যতা পায় সাইবার ক্রাইম। এছাড়াও তার কাছ থেকে ওই তরুণীসহ অনেকের গোপন ভিডিও পাওয়া যায়।

ডিএমপির সাইবার ক্রাইম সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় সজীবকে শনিবার গ্রেফতার করা হয়।

সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে আড়ং স্ব-উদ্যোগে আমাদের কাছে এসে আসামির বিষয়ে সবধরনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করেছে। বর্তমানে ওই আসামিকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলেও তিনি জানান।